ফেৎরা’য় কার সুন্নত আদায় করেছেন?
Fokir Owaisi
জুলাই ১৭, ২০১৫
যাকাত
601 Views
ফেৎরা দিয়েছে তো সকলেই। যদি এখনোও কারও ফেৎরা না দেওয়া্ হয়ে থাকে তবে ঈঁদে নামায আদায় করার আগেই প্রদান করুন। ফেৎরা সকলের জন্যই দেওয়া বাধ্যতামুলক। আর সে সাথে চিন্তা করে দেখা দরকার ফেৎরায় রাছুল সা. এর সুন্নত আদায় করেছেন নাকি আবু সুফিয়ান এবং নবীজির চাচা আমীর হামজা কাচা কলিজা ভক্ষনকারী রাক্ষুশী মহিলা হিন্দার ছেলে কাতেবে ওহি নামেও পরিচিত মুয়াবিয়ার সুন্নত আদায় করেছেন?
রাছুল সা. এর সুন্নত আদায় করতে দিতে হবে সাড়ে তিন (৩.৫০) কেজি জব, পনির, কিসমিস অথবা খেজুর। আর মুয়াবিয়ার সুন্নত পালনে দরকার হয় গম সহ জব, পনির, কিসমিস এবং খেজুর পনে দুই (১.৭৫) কেজি। যার যেটা দিতে চান। মনে রাখা দরকার বৎসরে মাত্র একবারই ফেৎরা দিতে হয়। তাতে রাছুল সা উল্লেখকৃত পরিমানের অর্ধেক পরিমানে দিলেই মুয়াবিয়ার সুন্নত পালন হয়। চিন্তা করে দেখার ভারটা পাঠকের উপরই ন্যস্ত রইল।