আজঃ বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
Home / দরবার / দরবারের উন্নয়ন / দরবার উন্নয়নের প্রয়োজন

দরবার উন্নয়নের প্রয়োজন

আসসালামু আলাইকুম।

উয়ায়ছী তরিকতের ভক্তদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের দরবার শরীফের কাজ নিজেরা একা একা সম্পন্ন করতে পারছি না। এই দরবার দুনিয়ার জাগতিক প্রয়োজনের সমস্যা পূরণ না করলেও মানুষের মানুষিক প্রশান্তি দিবে। এই দরবার থেকে গত দেড় বৎসরে আনুমানিক ৭০টি কোরআন শরীফ বিতরন করা হয়েছে। এমনকি এই দরবারে সিহহা সিততাহর হাদিসের কিতাব সহ অন্যান্য কিতাবাদী সকল মানুষের পঠনের জন্য উন্মোক্ত রাখা আছে।

আপনাদের যদি কোন কিতাবাদী (কোরআন হাদিস) মানুষের মাঝে বিতরন করার ইচ্ছা থাকে তবে যোগাযোগ করলে কৃতজ্ঞ হবো।

নিবেদক,

ফকির উয়ায়ছী

 

 

 

About Fokir Owaisi

One comment

  1. Hazrat Ali ( R: ) and Ma Fatama ( R: Anha ) nikot gochito ja sohota likhito kitabathi…… jothi pao-jai….toba obsoi padaben

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *