ফকির উয়ায়ছী:
এক হুজুর ওয়াজ করিবেন মাহফিলে
শর্ত দিলেন হুজুর সাবে করব বয়ান
না থাকে যদি স্কুলে ছাত্র এখানে তবে
হাত তোলেন ভাই এইখানে
ছাত্র যদি থাকেন কেউ
নাই কোন হাত দেখে ওয়াজ শুরু
এক কুদরতি গাছের পাতা ছিল
পানিতে পরলে হইতো কুম্ভির
ডাংয়া পরলে হইতো ভাগ
হাত উঠাইয়া এক ছেলে কয়
ওদ্ধেক হানিত ওদ্ধেক ডাংগাত
হুজুর কয়
আই আগেই কই
ছাত্র থাইলে ওয়াজ কইততা ন।