বিদায় দিলাম ৪৪ বৎসর তোকে অর্জন হয়নি কিছু
৪৫ বৎসরের শুরুতে দেখি পাপ ছাড়েনি পিছু।
নতুন বছর শুরুতে দেখি কলস হয়নি পূর্ণ।
চেয়ে দেখি কলসের তলায় শুধুই পাপ; নাই কোন পূণ্য।
বেহেস্তের আশা নাই মোর প্রভু দিও তুমি সাক্ষাত,
অপেক্ষায় থাকি তোমারই প্রতিক্ষায় পার হয় দিন রাত।
কিভাবে হিসাব মিলাবো। আল্লা যে বলেছেন অন্তত্যকাল দোযখ এবং অন্তত্যকাল বেহেস্তের কথা। পাপে নিম্মজিত হলে বেহেস্ত যে দৃষ্টি সীমার বাইরেই রয়ে যাবে। দেখি আগামী কাল থেকে কিছু পূন্যের সন্ধান করার চেষ্টায় থাকবো।
