ফকির উয়ায়ছী
বিপথ গামীরা কভু পথ না পাইবে,
উয়ায়ছী উয়ায়ছী বলিলেই কি উয়ায়ছী হইবে?
উল্টা পাল্টা যুক্তি ছাড়া বয়ান করিলে,
উয়ায়ছী তরিকতের নাম যাইবে যে বিফলে।
তরিকতে সঠিক কাজ কর্ম করা উচিত হবে,
নাহয় কোরআন বিরোধীরা সঙ্গে হাশরে উঠিবে।
আল্লাহর সাজা কিন্তু বড়ই কঠিন হইবে,
এই জগতে সত্যবাদী ছেড়ে যার মিথ্যা ধরিবে।
ফকির উয়ায়ছী কয় সাবধান হইয়া যাও,
আল্লাহ রাছুলের সঠিক বানী মানুষেরে পৌচ্ছাও।
মান রাখিও তোমার পূর্ব বংশের বুজুর্গগনের
জলদি ছাড়া মিথ্যা বড়াই কোরআন বিরোধীগনের।