আল্লার ভয়ে বেহেস্তের আশায় মসজিদেতে যাই,
মসজিদে জুতা চোরের ভয়টা সবচেয়ে বেশী পাই।
জুতা চোর ভীতুদের সেজদায় কি লাভ হবে ভাই?
ফকির উয়ায়ছী চিন্তা করে ছিড়া জুতা নিয়েই যাই।
———–ফকির উয়ায়ছী
বি.দ্র: যে জুতার জন্য আমার মালিকের ভয় মন থেকে মুছে যাবে সেটা পরে যাওয়াই উচিৎ নয়।
