পলকে প্রভুর দেখা মিলিবে যখন
সঠিক ঈদের খুশি পাইবে তখন
গোস্ত পোলাও খেয়ে জিভের স্বাধ মিটে
অন্তরের ক্ষুধা থাকে ফকিরের মনেতে।
অন্তরের তৃপ্তি যদি তুমি না পাও ভুবনে
গছিয়া লইবেনা মালিক লেখা যে কোরানে
৩০ পারা সূরা ফজর দেখো কোরান খুলিয়া
মরার আগে তৈরী থাকো পূর্ণ সন্তুষ্টি লইয়া।
সন্তুষ্টি লইয়া যদি দাখেল হতে পারো বান্দায়
জান্নাত অবধারিত কোরানে দেখতে পাওয়া যায়
সর্বক্ষণ সন্তুষ্টি অন্তরে যদি ধরিয়া রাখতে পারো
মালিক তোমার সন্তুষ্টি হালে গ্রহন করবে যেনো।
ফকির উয়ায়ছী গোলাম থাকি রবের সন্তুষ্টি নিয়া
আজাজিল না ব্যঘাত ঘটায় সুখের দুয়ার ভাঙ্গিয়া।