আমার আগে কত মহা মনিষীগন মেনে নিয়েছেন ঘৃন্যতম অপবাদ
নবি পরিবারের কথা বললেই নাবুঝের দলে বলে, এরা শিয়ার জাত
বেহেস্ত তারা যাওয়ার আশায় কত আমলের পাহাড় গড়তে চেষ্টা করে
ভুলে যায় তারা বেহেস্তের নেতা নেত্রীর খবর, আমলের অহংকারের জোরে।।
শিয়া শব্দটির জ্ঞান যাদের নাই, শিয়া বলে তিরষ্কারের মিথ্যা চেষ্টা করে
তারাও যে শিয়া বকর, ওমর, ওসমানের বুঝবো তাদের কেমন করে
আমি ফকির উয়ায়ছী আমার দল শিয়াতুল আহলে বায়াত; যে যাই বলুক ভাই
নবির আহলে বায়াতের শিয়া হলে যদি জাহান্নাম দেন আল্লা তাতেও অতৃপ্তি নাই।।
দোদেল বান্দা হবো না আমি বাসবোনা ভাল আহলে বায়াত বিরোধীদের
আহলে বায়াত বিরোধীদের দুষমন, মুমিনের স্বজন হওয়ার নাই যে সুযোগ
নবির আহলে বায়াতের দুষমনদের; উয়ায়ছী খান্দানও ঘৃন্ করে সর্বদাই
যত বড় নেতাই হোউক; দুনিয়ার ভোটে আল্লার কাছে মিলবে না কোন ঠাই।।
————ফকির উয়ায়ছী
বি.দ্র:
আহলে বায়াতের ভক্তদের গোলাম বলতেই কিযে তৃপ্তি লাগে মনে
শান্তিতে চোখের পানি রাখতে পারি না ধরে নির্গত হয় আপন মনে।।
