ফকির উয়ায়ছী:
ভদ্রলোকে ভদ্র ভাষায় খুশি হয়ে মাস্টার টিচার বলে
ওস্তাদ বললে খুশি হয় বাস, ট্রাক ড্রাইভারদের দলে
হুজুর বললে খুশি হয় দাড়ি টুপি জুব্বা ওয়ালাজনে
পির শব্দে খুশি সকল ভক্ত আশেকান লোকগনে
ফকির উয়ায়ছী বলে পির বোল না মুরিদ বিহনে
ভক্তগনের পির হয় না কেউ বায়াত বিহনে।।
নামায ফার্সী শব্দ সকল লোকে জানে না খুশি হালেই বলে
“পির” ফার্সী শব্দটি কি দোষ করেছে জিজ্ঞাসা আপনা বিহনে
“পির” শব্দটি ফার্সী থেকে আগত “মুরশিদ” আরবী থেকে
“ওস্তাদ” প্রচলন উর্দু ভাষায় “শিক্ষক” বাংলা সকলেই জানে
পির, মুরশিদ, ওস্তাদ, শিক্ষক হয়তো সব একই বচন
ফকির উয়ায়ছী কয় ভাষা অজ্ঞরা করে শব্দের অপমান।।