ফকির উয়ায়ছী:
সঠিক নামে ডাকো আল্লারে
তুষ্ট করবেন তিঁনি তোমারে
দরকার যদি রিজিকের হয়
রাজ্জাক নামে ডাকো তাহায়।।
যদি ভীন্ন দরকারে ডাক তুমি
আল্লার কাহহার নামটি ধরে
ক্ষুধায় নিস্তার মিলবে নারে
ধংশ করবে সেই তোমারে।।
কাহহার নামটির অর্থ ধংশকারী
ডাকিওনা ভুলেও সে নামটি ধরি
অধম ফকির উয়ায়ছী বলে ভাই
দেওয়ার মালিক আমার আলেক সাই।।
বি.দ্র: আপনাকে সঠিক নামে না ডেকে চিৎকার করে গলা ফাটালেও যেমন আপনার জবাব পাওয়া যাবে না। ঠিক তেমনই নিজের প্রয়োজনে জন্য সঠিক নাম ব্যবহার না করলে সৃষ্টি কর্তার কাছে থেকেও কাক্ষিত বস্তু পাওয়ার আশা করা যায় না।
