আজ জুম্মার দিন সিজদা কর আল্লারে
বিতারিত করার চেষ্টা কর অশরীরি জীবটিকে
যেটা থাকে আমাদের চিন্তা চেতনায় মন মস্তিষ্কে
সমূলে ঝেড়ে ফেলে আজ দিবো সিজদা আল্লাকে
ফকির উয়ায়ছী কয়, চেষ্টা করি এমন সিজদা দিতে
আল্লার হাজিরায় থেকে সেজদার সুখ অন্তরে পাইতে।।
————-ফকির উয়ায়ছী