উয়ায়ছী তরিকত ধর্মীও গোড়ামির বাইরের থেকেই আল্লা রাছুল সা. এর সঠিক ইসলাম মানুষের মাঝে জানাতে চেষ্টা করে। উয়ায়ছী তরিকতের পক্ষ থেকে। আমি ফকির উয়ায়ছী:
ইংরেজি ২০১৫ সালের সমস্ত গ্লানি, অন্তরের সমস্ত কুলশতা পরিত্যাগ করে সামনের দিনগুলি ভালোর আশায়, নতুন বৎসর সকলের জন্যই বয়ে আনুক এক নতুন সূর্য। আমরা মুখে বলে থাকি যায় দিন ভাল আসে দিন খারাপ কিন্তু এই প্রসঙ্গে আল্লা পবিত্র কোরআন শরীফে সূরা ইনসিরাহ সূরার আয়াতে বলেছেন
৯৪:৪# নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ৯৪:৫#নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।} একই কথা দুইবার বলেছেন।
আমার লেখার পাঠক তরিকতের ভক্ত এবং আমার ভক্তগন দেশ এবং বিদেশে অবস্থানরত ছোট বড় সকল বন্ধু বান্ধব, আত্বীয় স্বজন ও শুভানুদ্ধায়ীদেরকে নব বর্ষের শুভেচ্ছা। ২০১৬ সাল যেন সবার জীবনে নিয়ে আসে অনাবিল শান্তি ও সম্বৃদ্ধি। অনুরোধ রইল আল্লা রাছুল সা. এর কাছে ক্ষমা চেয়েই নতুন বৎসরের নতুন দিন শুরু করবেন।