ফকির উয়ায়ছী-Fokir:
স্মরণ করা হুকুম আল্লার
স্মরণ বাদ দিবে এই ক্ষমতা কার
আল্লার হুকুম তরক করিবে
জীবন থাকতে না সম্ভব হবে।
জিকির অর্থ স্মরণ হয় জানি
করতে হবে সবার সেটাও মানি
লোকে বলে কলেমা দমের জিকির হয়,
পশু কিভাবে করে সেটাও তো জানতে হয়,
সূরা হজ্ব আয়াত ১৮র মাঝে
স্মরণের কথা সাফ লিখা আছে
মানুষ, পাহাড়, বৃক্ষ, হাতি, মৎস, পাখি
জিকির করে আল্লার হুকুমেতে সবই দেখি
মানুষ পশুতে কোন ভেদ নাই-৬:৩৮
কোরআনে স্পষ্ট লেখা দেখতে পাই
অধম ফকির উয়ায়ছী কয়
সৃষ্টি জীবের স্মরণ একই রকম হয়।।
*৬:৩৮#“আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখী দু’ ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতই একেকটি উম্মত (জাত)। আমি কোন কিছু লিখতে ছাড়িনি। অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে।”
এনবি:-আমি আল্লা রাছুল সা. এর বানী প্রচারে লক্ষে লিখতে চাই বাধা দিয়ে আল্লা রাছুল সা. এর বিরোধী হবেন না।