বুখারী শরীফের এই হাদিসটা মেনে নিতে বড় কষ্ট হয়। আমার বিশ্বাস করতেও কষ্ট হয়। কোরআনের নিম্নোক্ত আয়াতগুলি ২য় খালিফা ওমর কি শুনেন নাই রাছুল সা. এর মুখ থেকে। মনে হয় উপরোক্ত হাদিসাটি ২য় খলিফা বিদ্ধেষীরা হাদিস শরীফে ঢুকিয়েছেন। এটা আমার ধরনা মাত্র। আর যদি হাদিসটা সত্যি হয় থাকে তবে ২য় খলিফার সাজা বড় কঠিনই হবে কোরআনের আয়াত মোতাবেক। তাই এত বড় সাহাবার নামে এটা মানা কঠিন।
৪:১৪# যে কেউ আল্লাহ ও রসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি।
৪৯:২# মুমিনগণ! তোমরা নবীর কন্ঠস্বরের উপর তোমাদের কন্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচুস্বরে কথা বল, তাঁর সাথে সেরূপ উঁচুস্বরে কথা বলো না। এতে তোমাদের কর্ম নিস্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না।
ফকির উয়ায়ছী
