আজ অফিসে আসার পথে গাড়িতে হাদিসটি পড়েছি। অফিসে এসে কোরআন খুলে দেখি আয়াতগুলি উক্ত হাদিসটি কোরআনের এই আয়াতগুলির সাথে বিরোধ হচ্ছে। হয়তো আমারও ভুল হতে পারে।
বাংলা হাদিস আন-নওয়ারীর চল্লিশ হাহীস থেকে সংগ্রহ করা
১৮। আবূ যার জুনদুব ইবনুূ জুনাদাহ্ এবং আবূ আব্দুর রহমান মু’আয ইবনুূ জাবাল রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত আছে, তারা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তুমি যেখানে যে অবস্থায় থাক না কেন আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক মন্দ কাজের পর ভাল কাজ কর, যা তাকে মুছে দেবে; আর মানুষের সঙ্গে ভাল ব্যবহার কর।
[তিরমিযী: ১৯৮৭, এবং (তিরমিযী) বলেছেন যে, এটা হচ্ছে হাসান হাদীস। কোন কোন সংকলনে এটাকে হাসান সহীহ্ বলা হয়েছে।]
এই হাদিসটিতে উল্লেখ হয়েছে প্রত্যেক মন্দ কাজের পর ভাল কাজ কর যা মন্দ কাজ মুছে দিবে। এই হাদিসটি বিপথগামী মানুষদের মন্দ কাজে বিাধা দিবে বলে মনে হয় না। বরং অবুঝ মানুষদের ভুল পথে পরিচালিত করতে সাহায্য করবে। এই হাদিসটি এবং নিম্নে উল্লেখকৃত পবিত্র কোরআনের আয়াতগুলি পাঠ করে বিবেচনার জন্য দেওয়া হলো।
সূরা যিলযাল:৯৯#৭-৮
ن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
Then shall anyone who has done an atom’s weight of good, see it!
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
And anyone who has done an atom’s weight of evil, shall see it.
উপরোক্ত আয়াত দুটিতে কি বুঝা যায় মন্দ (পাপ) কাজ করার পর ভাল (পূন্য) কাজ করলে পাপ মুছে যাবে! হায় আফসোস এই হাদিসটি আমি বুঝতে পারলাম না নাকি সত্যই সঠিক নয়। নাকি নেকি কামানোর শুধুই প্রলোভন মাত্র। শেষে আরও একটি আয়াত দিয়ে চিন্তা করার অনুরোধ করছি আমার ভুল থাকলে শুধরে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি।
৩:১১০#তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।
উক্ত হাদিসটিতে বাধা তো নাই বরং মন্দ কাজটাকে মুছে দেওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে বলেই আমি বুঝতে পারছি।
