হযরত হুসাইন আ. এর আগমন দিবস আগামী কাল।
হে বেহেস্ত প্রত্যাশীগন আপনাদের বেহেস্তের সর্দার আনুমানিক ১৪৩৩ বৎসর পূর্বে জন্ম গ্রহন করেছিলেন সাড়া জাহানের উম্মতগনের সাফায়্যাতকারীর সবচেয়ে আদরের এবং রক্তের নিকট আত্মীয় মানবতা মুক্তির দিশারী, আল্লা কতৃক পুত-পবিত্র এবং রাছুল সা. কতৃক মনোনীত আহলে বায়ত বেহেস্তী পুরুষদের সর্দারগনদের একজন হযরত ইমাম হুসাইন ইবনে আলী সাইয়েদুশ শোহাদা আ. আরবী মাস আগামীকাল ৩রা শাবান ২২ শে মে ২০১৫, শুক্রবার দুনিয়ার বুকে আগমন ঘটেছিলো। তিনার সম্পর্কে লিখার ভাষা আমার মত পাপীর জানা নাই। কোথাও কোন ভুল করে পাপের বুঝা আর বাড়ানোর সাহস নাই। যদি কোন ভুল হয়ে যায় তবে যে জাহান্নামের আগুনেই অনন্তকাল জ্বলতে হবে। তিঁনি সেই ব্যক্তিত্য যারা জন্য ওলি আউলিয়াগন বলেছেন হুসাইন আ. এর কোরবানীর পরই রাসুল সা. এর জামানার ইসলাম দ্বিতীয়বার জিন্দা হয়েছে। যে ইসলাম রাছুল সা. এর ওফাতের পর থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। হুসাইন আ.কে মানুষ তাদের সামনে পেয়েছিল আনুমানিক ৫৭ বৎসর মাত্র। ১০ই মহরম হিজরী ৬১ কারবালার ময়দানে রোজ শুক্রবার মানুষরূপি সবচেয়ে জঘন্য নিকৃষ্ট প্রাণী আবু সুফিয়ান ও রাক্ষুসী মহিলা হিন্দার নাতী মুয়াবিয়ার পুত্র বিশাল দাড়ি, টুপি, জুব্বা সম্বলিত নামাজি নরপশুর লেবাসী দল নিয়ে হুসাইন আ. এর সামান্য কয়েকজন অনুসারীর উপর পৈশাচিক নরহত্যা চালায়। তাদের দলনেতা হাক দিয়ে বলেছিল তারাতারি হুসাইনের কল্লা কাইটা আন আসরের নামায যেন কাজ না হয়। সে যুদ্ধে দুধের বাচ্চারও রেহাই মিলে নাই। হুসাইন আ. এর পুত্র ছয় মাস বয়সের আলী আসগরের কথা বলেছিলেন এই ছোট্ট শিশুটির তো কোন দোষ নাই ওর জন্য একটু পানি দাও। তারপর আমাকে হত্যা করো। ইয়াজিদের দল তীর ছুড়ে শিশুটির কন্ঠনালী ছিড়ে ইমাম হুসাইন আ. এর হাতে বিদ্ধ হলো। হুসাইন আ. এই লাশ বুকে জড়িয়ে ধরে আল্লার দরবারে ফরিয়াদ করলো হে আল্লা আমি হুসাইন আমার শিশু পুত্রকে তোমার রাস্তায় উৎসর্গ করলাম তুমি তাকে কবুল করো। আমি ইমামদের সম্মানে অন্যকোন দিন লিখবো। আজ যতবার এই লেখা শুরু করেছি ততবারই চোখের পানিতে লিখতে কষ্ট হচ্ছে ক্ষমাপ্রার্থী।
আপনাদের সম্ভব হলে এই ভিডিওটি দেখুন।
https://www.owaisitarikah.org/dev/2015/03/18/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%A8/
ফকির উয়ায়ছী
দরবার এ উয়ায়ছী
তিতপল্লা, জামালপুর