আমি কারে দিবো গো
নেওয়ার মত পাইনা কারোরে
বুকে ধরেছি মহা সত্য
নিতে চাইনা কবরে
যাওয়ার আগে রাখতে চাইগো
এই সত্য কারো ভিতরে।
অধম ফকির উয়ায়ছী বলে
সত্য নিয়া যাইও না মাটির তলে
আল্লাহ কাছে কি বলিবা
আল্লাহর ফেরেস্তারা প্রশ্ন করিলে।
জাহান্নানামে পাঠাইবো যে
সত্য না বলয়িা গেলে
সত্য চাপানোর দায়ে
বুক ফাটাইবো চাপা কলে।
———–ফকির উয়ায়ছী