আল্লা পবিত্র কোরআনে বলেছেন রাছুল সা. এর কথা ৫৩:৩# “প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।”
হাদিস:-
“কুল্লু বেদআ’তুন দালালাতুন” অর্থাৎ- প্রত্যেক বেদাতই (সংযোজন+ বিয়োজন) পথভ্রষ্টতা।
নবীজি ধরায় যতদিন ছিলেন তিঁনার সময় হইতে প্রচলিত উয়াক্তিয়া নামায এবং আযান। কিন্তু ফজরের আযানে “আস সালাতু খাইরুম মিনান নাউম” (ঘুম হইতে নামাজ ভাল) এই কথাটি ছিল না। এমনকি প্রথম খলিফা হযরত আবু বকরের আমলেও রাছুল সা. এর সময়ের প্রচলিত আযান দিয়েই মানুষকে নামাযের জন্য আহবান করা হতো।
বেদাৎ সংক্রান্ত প্রশ্ন-২
যারা এই কথাটি প্রথম শুনেছেন তাদের বিশ্বাস করতে কষ্ট হলেও আমার কিছুই করার নাই প্রমান দেওয়া ছাড়া। হাদীস প্রনেতা তো আমি হতে পারবো না। তবে হাদীসটি কোথায় আছে কি আছে সেটি আপনাদের জানাতে পারবো। “মুয়াতা মালিক অধ্যায় নং-৩ রেওয়াত নং-৮ পৃষ্ঠা-১২৫ মালিক রাহ. বলিয়াছেন, তাঁহার নিকট সংবাদ পৌছিয়াছে যে, ফজরের নামাজের সংবাদ দেওয়ার জন্য মুয়াযিন উমর ইবনে খাত্তাব (রা.) এর নিকট আসিলেন এবং তাঁহাকে নিদ্রিত পাইয়া বলিলেন: “আসসালাতু খাইরুম মিনান নাউম” হযরত উমর (রা) শুনিয়া বাক্যটিকে ফজরের আযানে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেন।” যদিও কথাটি ভাল। উপরোক্ত হাদিস অনুযায়ী সব সংযোজন বা বিয়োজনই তো পথভ্রষ্টতা অর্থাৎ বেদআত।
————————–ফকির উয়ায়ছী