হাদিস:-
“কুল্লু বেদআ’তুন দালালাতুন” অর্থাৎ- প্রত্যেক বেদাতই (সংযোজন+ বিয়োজন) পথভ্রষ্টতা।
আমি কাউকে তিরস্কার করার জন্য নয় চিন্তা করার জন্য বলছি। কারণ যারা বেদাৎ বেদাৎ বলে গীবৎ করছে তাদের পিছনে আমরা অধিকাংশরাই বসে থাকি। গীবৎকারীর অনুসরণে সোয়াব তো মিলে না। আল্লার কোরআন এর চেয়ে অধিক মূল্যবান কোন ব্যক্তির কথা হতে পারে না।
বেদাৎ সংক্রান্ত প্রশ্ন-১
বিজ্ঞ আলেম সাহেবগন বলেন পির ফকিরগন যাহাই করে সবই বেদাৎ। এমনকি তারা এও বলে পিরতন্ত্রটাই বেদাৎ। ভাবছি কিছু বেদাৎ নিয়ে আলোচনা করবো। পাক ভারত উপমহাদেশে আল্লা কোন নবি প্রেরণ করেন নাই। ওলি, আউলিয়া, পির ফকিরদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে। ইসলাম প্রচারে তখন কোন আলেম ফাজেল, মুফতি মৌলানাদের কোন ভুমিকা তো দুরের কথা এই সমস্ত টাইটেলই ছিল না। তবে এই সমস্ত শব্দগুলি আমাদের দেশের জন্য কি বেদাৎ নয়?
———–ফকির উয়ায়ছী