ফকির উয়ায়ছী
বায়াত না হইলে পরে,
সালাত কায়েম হইবে নারে।
প্রমান দেখ বুখারী হাদিসের মাঝে,-৪৯৯ বুখারী ইফা.
নবীর সাহাবা কি বলিতে আছে।
আত্মসমর্পনে নেতা মিলিবে,
হাশরে তোমার সঙ্গে যাবে।
ডাকবে না আল্লাহ নেতা ছাড়া,
কোরআন দেখ ১৫ পারা। -১৭:৭১ আ.কু
অধম ফকির উয়ায়ছী বলে,
সাথী পাইবা বায়াত হইলে।
বিনা বায়াতে মরিলে,
যাইবা তুমি জাহেল হালে।