https://www.youtube.com/watch?v=0uiCkwmk7QE
তাবলিব জামাতের অনুসারীদের ডাকসাইটে মৌলানা তারিখ জামিল সাহেবের এই বক্তব্যটি শুনার আহবান রইল। যদিও তিনি কিছু কথা গোপন রেখেই বলেছেন তবুও শুনলে অনেকটা উপকার হতে পারে। এখানে চিন্তা করার বিষয় দোয়া তার জন্য করাতে হয়। তার নিজের দোয়া চাওয়ায় কোন কাজ হবে না। যারা চোখ বন্ধ করেই মেনে চলছেন তাবলিগ। সকলকেই অনুরোধ করছি আপনারা যে যে গ্রুপে আছে তাবলিগের ভক্তবৃন্দ যে গ্রুপে আছে সে সে গ্রুপে শেয়ার করে দিবেন তারা যেন দেখতে পারেন। তাতে যেন তাদের ফায়দা হয় সাথে আপনাদেরও ফায়দা হয়। তারেক জামিল শেষে বলেছে উয়ায়ছ যখন জান্নাতে ঢুকতে যাবে তখন আল্লা ডেকে পাপীদের সাফায়্যাত করতে বলবেন। সেই জাহান্নামী দলে তারেক জামিল নিজেও থাকবে। বিদেশে যারা প্রবাসি ভাইগন এবং স্থায়ী ভাবে বসবাসকারীগন আছে আমাদের যে লেখাটা ভাল লাগবে বা মন্দ লাগবে সেটাতে মন্তব্য করে জানাবেন। লেখার জন্য বিষয় বস্তু বলবেন। এমনকি আমাদের ওয়েব সাইট থেকে শেয়ার করে আপনাদের পরিবার এবং বন্ধুদের পড়তে সহায়তা করবেন। সত্ত্বের পথে এই দাওয়াতেও আপনাদের সোয়াব হবে।
এই বিষয়ে বিষধ লিখবো পরে।