সন্দেহ বসে আমাকে এক ভাই লিখেছেন আমার ওয়েব সাইটের ইনবক্সে। প্রথমে তিনি আমাকে ভেবেছেন শিয়া তারপর ভেবেছেন ওহাবী তারপর ফাইনালি তার মনে হয়েছে আমি খৃষ্ঠান। যাক তিনি যদি কোরআন ভাল করে পড়তেন দেখতে পেতেন কল্পনা বসে আমাকে তিনি যা যা ভেবেছেন সে কারণে সে মুসলমান কাতার থেকে বাতিল করে নিয়েছেন নিজেকে। আর এই কথা আমি বলছি না সেটা আল্লাই বলে রেখেছেন। আমি শুধু কিছু আয়াত তুলে দিলাম নিম্নে তার জন্য। সে যদি ভাবে তবেই সে মুক্তি পাবে। সন্দেহ বা কল্পনার বসে যারা মানুষদের কটু কথা বলে এমনকি কল্পনার বসে যারা ইবাদত তাদের ইবাদত পর্যন্ত হওয়ার কোন সম্ভবনা নাই। কাজেই অতিরিক্ত মুসলমানিত্ত্বের দ্বায়ীত্ত্ব নিয়ে নিজেকে মুসলমান কওম থেকে বিতারিত করবেন না।
১০:৩৬# বস্তুতঃ তাদের অধিকাংশই শুধু আন্দাজ-অনুমানের উপর চলে, অথচ আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোন কাজেই আসে না। আল্লাহ ভাল করেই জানেন, তারা যা কিছু করে।
৫৩:২৮#এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
২:২৮৫#মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতি।
৪:১৩৬# হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন কর এবং বিশ্বাস স্থাপন কর তাঁর রসূলও তাঁর কিতাবের উপর, যা তিনি নাযিল করেছেন স্বীয় রসূলের উপর এবং সেসমস্ত কিতাবের উপর, যেগুলো নাযিল করা হয়েছিল ইতিপূর্বে। যে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাব সমূহের উপর এবং রসূলগণের উপর ও কিয়ামতদিনের উপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে।