হাদীস মুসলিম শরীফ -৬০০৯
ফকির উয়ায়ছী:
বিদায় হজ্ব, গাদির খুম নামক স্থানে শেষ ভাষনে মুহাম্মদ সা. বললেন আমি তোমাদের মধ্যে গুরুত্বপূর্ন দুইটি বস্তু রাখিয়া যাইতেছি প্রথমটি হইল আল্লাহর কিতাব আর দ্বিতীয় বস্তুটি হইল আমার আহলে বাইত। এদের একটি আরেকটির তুলনায় গুরুত্বপূর্ন। আল্লাহর কিতাব, আসমান থেকে জমিন পর্য্যন্ত একটি টানা রশি। আর একটি আমার আহলে বায়েত। আহলে বায়াতের কথা নবি তিনবার করে বললেন। এ বস্তুদ্বয় কখনো বিচ্ছিন্ন হবে না হাওজে কাওসারে আমার সাথে মিলিত হবার আগ পর্য্যন্ত। অতএব দেখ, এই দুই বস্তু সম্পর্কে তোমরা আমার সঙ্গে কিভাবে মতভেদ করবে? (ছবিতে সম্পূর্ণ হাদিসটি পড়ুন।)
এতবড় তাতপর্যপূর্ণ হাদিসটি থাকার পর স্বার্থানেষীরা হাদিস ছড়িয়ে বেড়াচ্ছে আল্লার কোরআন এবং আমার সুন্নাহ। হায় আফসো এরা আবার রাছুল সা. এর সাফায়্যাত আশা করে!!! সিহহা সিত্তাহর হাদিসের কিতাবে হাদিসের কাইটেরিয়া আছে। কিন্তু সহিহ বুখারী আর সহিহ মুসলিম শরীফের হাদিসের সবই সহিহ বলে ধরা হয়। কিন্তু মুসলিম শরিফে এই হাদিস থাকতেও কোন মসজিদের হুজুর তা বলেন না। আর আমরা এমন মিথ্যাবাদীর এক্তেদা করেই নামায আদায় করি। আবার আমলের জোরে বেহেস্ত আশা করি।
