ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক
দেশ এবং বিদেশের মারেফত অনুসারীদের সে সাথে চক্ষুস্মান শরিয়তে অনুসারীদের জন্য রইল ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ “ঈদ মোবার”। উয়ায়ছী তরিকতের পক্ষ থেকে আমি অধম ফকির উয়ায়ছী সকলের মঙ্গল কামনা করছি। খাস করে উয়ায়ছী তরিকতের প্রকৃত অনুসারীদের জন্য খাজেগানে খাজার উসিলায় আল্লা এবং রাছুল সা. এর দরগায় রাখছি আরজ যারা ঈদ করার উদ্দেশ্যে বাসা বাড়ি ছেড়ে সফর করছেন। তাদের সফর যেন হয় বিপদ মুক্ত এবং তাদের জানমাল যেন আল্লা হেফাজত করেন। তারা সকলেই যেন খুশি খুশি তাদের আত্মীয় পরিজনের সাথে ঈদ উদযাপন করে ফিরতে পারেন। ঈদুল আজহা কোরবানী অর্থাৎ ত্যাগ এখানে একটি প্রশ্ন।
প্রশ্ন:- প্রকৃত ত্যাগটি কার হয়?
যে ক্রেতা গরু বা ছাগল কিনে এনে জবাই করলো; নাকি টাকার বিনিময়ে যে বিক্রেতা চোখের পানি মুছতে মুছতে ক্রেতার কাছে গরুর দড়িটি দিলেন?