আল্লাহ বিশেষ দুইটি প্রানীকে দুইটি আলাদা গুন দান করেছেন তার একটি হলো মৌমাছি আর একটি হলো রাজহাস।
মৌমাছির গুন হলো জীবটি ঘুরে ঘুরে ফুলে বসবে যেটিতে মধু পাবে সেখান থেকেই উঠাবে এই জ্ঞান আর কোন প্রানীর মধ্যে নাই। অনেক মানুষ মনে করে ঘুরে ঘুরে জ্ঞান সংগ্রহ করবে মৌমাছির মত এটা সম্ভব নয়।
রাজহাস প্রানীটির গুন হলো পানি মিশ্রিত দুধ শুধু দুধটুকুই খেয়ে নিতে পারে। যা অন্য কোন প্রানী দ্বারা সম্ভব নয়। কিন্ত কোন মানুষ যদি মনে করে আমি সব জায়গায় যেয়ে শুধু ভালটাই গ্রহন করবো রাজহাসের মত সেটা পারা সম্ভব।
আমাদের তরিকতের এক বুজুর্গ বলে গিয়েছেন প্রকৃত উয়ায়ছী তরিকতের অনুসারীরাই রাজ হাসের মত শুধু ভালটুকুই গ্রহন করে মন্দ ঘৃনা ভরেই প্ররিত্যাজ্য।