আজ সকালে ঘুম থেকে জেগে যখন শুনলাম শিয়া তাজিয়া মিছিলে হামলা তারপর থেকে কষ্টে বুকে হাহাকার লাগছে। কেন মুসলমান মুসলমানের উপর হামলা করবে। ইসলামের উপর প্রতিষ্ঠিত মুসলমানদের বির্ধমীদের উপর হামলা করার কোন উপায় নাই। তবে যে ইসলাম নামক শান্তি টিকে না। আজ আবারও পছন্দের কবিতার এই লাইনগুলি বেশী মনে পড়ছে।