আমার পাঠকদের কাছে জানাচ্ছি যে, বিগত ৪টি মাস যাবৎ আমার সহ ধর্মমিনী ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে সে রোগের সাথে যুদ্ধ করতে করতে লেখার দিকে মন দিতে পারছি না। আমার সাময়িক অপারগতার দরুণ ক্ষমাপ্রার্থী। আগামী ১৭/০১/২০১৯ ইং তারিখ থেকে ভারতে থাকবো তবে ফেসবুকে ছোট ছোট পোষ্ট দিয়ে একটিভ থাকবো। আমার আইডির অধিকাংশ লেখাই পাবলিক করা আপনাদের যদি ইচ্ছা হয় ভিজিট করতে পারেন। https://www.facebook.com/fokir.n.uws যদি কোন আলোচনা করার ইচ্ছা হয় তবে আমার লেখা সম্পর্কে আলোচনা করতে পারেন।
নিবেদক,
ফকির উয়ায়ছী
