সম্মানীত পাঠকগন আমি ফকির উয়ায়ছী আপনাদের সকলকে সালাম এবং দোয়া জানাচ্ছি। এই পেজটি আপনাদের জন্যই করা। আপনাদের পরামর্শ সহযোগীতাতেই এই পেজের প্রসার কামনা করছি। আমি দীর্ঘদিন ফেসবুকে পেপারে লিখেছি আপনাদের জন্য। পেপারে লেখাগুলি সংরক্ষিত না থাকার কারণে গত মার্চ-২০১৫ মাস তরিকতের নিজস্ব একটি ওয়েব সাইট করার কথা ভেবে সে অনুযায়ী কাজ শুরু করি।আপনাদের জন্য করা এই ওয়েব সাইটটিতে বর্তমানে ৮৫টি দেশের মোট ভিজিটরের সংখ্যা ৩০৬০০ জন। কিন্তু সে অনুপাতে এই ওয়েব সাইটের ফ্যান পেজে লাইকের পরিমান অনেক স্বল্প। আপনাদের কাছে নিবেদন লাইক দিয়ে আপনাদের বন্ধুদের পড়তে আগ্রহী করলে আমাদের কষ্ট স্বার্থক হবে। এই ওয়েব সাইটের আমেরিকার ভিজিটরই সবচেয়ে বেশি। আমার প্রবাসি ভাই বোনদের এবং সকলকে উদ্দেশ্য করেই বলছি, রাছুল সা. বলেছেন একটি সুন্দর কথা প্রচার করাও সদকা। আমাদের পোষ্টে অনেক সুন্দর সুন্দর কথা সহ কোরআন হাদিস রেফারেন্স দিয়েই পোষ্ট দেওয়া হয়। যদি আপনারা ফ্যান পেজে লাইক দিয়ে সাথে থাকেন এবং শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দেন আমাদের কথা গুলি তবে আপনারা অবশ্যই সদকার সোয়াবের হকদান হবেন। আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মাধ্যমেও যেন ইসলামের বাণী মানুষের মাঝে প্রচারিত হয়। আমি যে কোন পোষ্ট কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই লিখতে চেষ্টা করি চিন্তাশীলদের জন্য। আল্লা এই কথা কোরআনেই বলেছেন। এই কোরআন জ্ঞানীদের জন্য পথের দিশা। বুঝাই যায় কোরআন সকলের জন্যই নয়। ধর্মীও গোড়ামী যাদের মাঝে আছে তারা কোন দিনও সঠিক ইসলামের স্বাধ পাবে না। আপনাদের জন্য তৈরী প্রকৃত উয়ায়ছী তরিকতের ওয়েব সাইট এটাই বাংলাদেশে প্রথম বা একমাত্র নয়। আরো পেজ আছে। তবে আমাদের পেজের কোন পোষ্ট অন্য থেকে কপি করে বা অন্যের কিতাব থেকে সংকলিত নয়। অন্যান্য পেজের মত আমাদের পেজ পঠনে মারেফতের জ্ঞান হাসিল হবে না। কিন্তু সত্য সন্ধানী মানুষকে সত্য খুজে পেতে সাহায্য করবে আমাদের পেজটি। বিপথগামীদের নতুন করে চিন্তার খোড়াক যোগাবে। সোয়াবের চিন্তায় আচ্ছন্ন হয়ে যারা ইসলামে মানবতা ত্যাগ করে যে আমলই করুক না কেন সে আমল বেকার। আমি আল্লা রাছুল সা. উসিলা দিয়ে অনুরোধ রাখলাম ইসলামের বানী মানুষের মাঝে প্রচারের জন্য যারা এটা থেকে বিরত থাকবেন; তারা তো এই জ্ঞান দান হিসাবে গ্রহন করবেন। তা যদি মানুষের মাঝে খরচ না করেন সেটার জন্য আল্লার কাছে আপনাদেরই জবাবদিহি করতে হবে। আপনাদের মন্তব্য আশা করি সাথে পরামর্শ দিয়ে এই পেজটিকে সুন্দর করে নতুন প্রজন্মের মানুষদের কাছে পৌচ্ছে দিতে সহায়তা করুন।